দুলছে জীবন বিপন্নতায় বেকার ধাঁচেয় ঘর
এ তার ঘাড়ে ধান্দাবাজি দ্বন্দ পরস্পর।


ধরছে বাজি ওপরওলা কিলবিলে জোঁক আর
নাড়ছে ছুড়ছে ফেলছে পাঁকে জীবন্ত বেকার।


বেকার বেকার বেকার ঝান্ডা গণতন্ত্রের হাল্
মোরগ মানুষ ঠোঙ্গা,প্যাকেট জবরদস্ত মাল।


ঝুলছে ঘাড়ে বিষম বেহাল সমাজতন্ত্র খাঁড়া
নিচ্ছে জন্ম আগাম দলের অগাধ ছন্নছাড়া।


ঘৃণ্য বেকার ঘুঁণ ধরা রোগ অসম্ বেমানান
কেউ পোছে না পায়ের তলার বিদগ্ধ জীবন।


ঝড় আসে ঐ লক্ষ কোটি মায়ের শিবির ঘিরে
ঘনিয়ে আসে জমকালো মেঘ নিথর তেপান্তরে।


মা কি অমন দেখতে আসে পাতাল ফুঁরে কারে?
সোনায় মোড়া ঢাল তলোয়ার ,ব্যর্থ সন্তানেরে।


মা তো সেথায় বৃন্দাবনী তফাৎ রাখেন পাছে
সুখের ছেলের সোনার রাজ্য মহান হয়ে বাঁচে।


লিখছি দুখের বেকার চিঠি মায়ের কান্না হাসি
বেকার বলে নেই কোন দায়,পাষাণ হলি নাকি ??