মনে কেন অাসে ঝড়
               কেন ঝঞ্ঝাট অন্তর ?
কাঁটা ঘায়ে যদি নুন্
                 মিছে প্রেম খেলাঘর।
বেঁচেছি বাঁচব কাটবে-গো
                   -দিন যেমন তেমন
না'হয় দিও শোক তাপ
                  প্রেমটুক থাক্ স-যতন।
চলেছ যেথায় ভালোবাসা--
                   মুছিয়েছে ক্লেদ ঘাম
নিয়েছ যেথায় হৃদয়ের--
                    জমে গেছে প্রতিদান।
পৃথিবী আমার এইটুক-
                   আমি আমারই দু:খ
আড়ালে হৃদয়ে গড়ুক-
                    -প্রণয়ের মহাকাব্য।
অবহেলা থাক্ যতটা আমার
                      দিও শুধু বঞ্চণা
হেসে চলে যাবো বহুদূর আরো
                      ঝঞ্ঝা মন উন্মনা।
অবাক আমি শুধু দেখি ভাবি
                      কি অকাতর চিত্ত!
কোথায় চলেছি ভুল ছিল বুঝি ?
                       কিবা দুর্গম সত্য?
ঋণী রয়ে যাবো সময় ক্ষমিও
                       ফিরে নাও মন সহৃদয়
এগোও সমুখে মঞ্চ সাজানো
                     থাক্ মরুতাপ অ-জানায়।