পরশপাথর ছুঁতেই হবে যেমন মাঠের বাঁশি
বাজলে কাঁনা হাত দেখালেই রেডি স্টেডি হাসি।
ছুটতে হবে মাঠ বরাবর কালা ,অামি , তাসি
গোমড়া মুখো চলবে না আর বকবকিয়ে দৌড়
যে আগে ছোঁয় সোনায় মোড়া স্বর্গ পুরষ্কার
পড়লে পিছে ফক্কা গেঁড়োয় বিফল তিরষ্কার।
মারবে জানি ল্যং পায়ে তাই কালার মনস্কাম
ধীর গতি তার নজর যেন কোন্ সে অপকাম্
ভালোই বোঝে যোগ্যতা যার পরশপাথর তার
বোকার মত  মাঠ'টা মাপে দৈর্ঘ্য বর্গমিটার ,
পা' মাপে অার প্রস্তটা নেয় হিসেব বারংবার।
দিব্য জানে ভুল সে করে ল্যংয়ের রেকর্ড বহু
আগের বারের ডোপের প্রমাণ রেশ রয়েছে পিছু
জানান দিল আম্পায়ারের  চরম নিষেধ কিছু ।
পরশপাথর স্বপ্ন দেখি জ্যোৎস্না রাতের পাশে
আমার স্বর্গে স্বর্ণ কোথায় দিব্য জ্যোতি আসে-
পরশপাথর স্পর্শ পেলে জয়ের অভিলাষে ।
দিগভ্রষ্ট, উন্মাদনায় হাসির ঘরে ভিলেন
নানা হাসির ঝলক দেখি কথার প্রলোভন
দীপ্র বাঁশির হাই হুশিয়ার ভাঙছে প্রবচন।
কাঁনা জানায় থামতে হবে ট্যগের নবীকরণ
ল্যং মেরেছে তাসীর বায়ে জবর নাজেহাল
দুু'য়ের বিচার প্রমাণ হবে যোগ্য ফলাফল্
দৌড় শুরু ফের বাজায় কাঁনা দেখি ভবিষ্যৎ
পরশপাথর সরছে দূরে বাড়ন্ত দৌড় পথ্
হাসছি না আর কালার ঘোরে পন্ড কুপোকাৎ
কে জানে কার স্পর্শে তবে স্বর্গ রক্ষা পাবে
ভাগ্য হাসে পরশপাথর অায় ছুঁবি আমাকে।