জলতরঙ্গে তুলেছে বাদন কত বাদকের স্বরগম
এলো হয়ে যায় স্বাধীন যাপন এলো মন হরদম।
না চলে প্রবাহ নিত্য যেমন জল ধাঁ ধাঁ  সব ঘরবার
আপন খেয়ালে মগজ রাঙালে আমি তুমি সব একাকার।

সাধের জোয়ারে নুপুর পড়ালে কথা নিক্কনে কত'বা
আকাশের গায়ে যেন কে শুধায় কিঙ্কিণী সুর তরজা ।
নাচে বাদলের কবলিত মেঘ কত কথা চুপিসারে
বৃষ্টি কণায় কি লিখে পাঠায় সু-নিবিড় দয়িতারে।

গায়ে দেয় ছাট্ অযথা দেমাক্ গরজায় কেন সজোরে
দে'না লিখে রেখে স-শরীর আলে মৃদু ভরসার সাদরে।
মনের নাচনে কি যে গান বাজে বুঝিনা সে কি অপলাপ
সৃষ্টিরে আমি কিনব না  দামে যদিনা মনের সংলাপ।

জল হয়ে ঝড়ে প্রেমের জোয়ারে আকাশ মাটির সখা
নিবিড় মিলনে একাকার ধরা কোথায় আসন রাখা।
চলেছে জীবন যেন মধুরেন আগাম পৃথিবী স্বাগতম্
কচি জোয়ারের বাণ ডেকেছে'রে সাঁঝের কূলায় সম্ভ্রম।

মাটি হয়ে যাবো কিংবা ভূধর সাধের প্রাচীর মেয়ে
জলকেলি হবো নদী বা সাগরে অথৈ প্রবাহ নিয়ে ।
ঘিরে রবো তার কিংবা সাদর সখা' ঢেউদের জোতদার
গলে যাবো প্রেম কিবা বরদানে জলগর্জণে জেরবার।