উঠবে না ?

কালের পাথর বেয়ে ছড়িয়েছে বিক্ষোভ প্রবল
ইটের আদল ছেয়ে আছে বিচ্ছিন্ন জনমুখ-

দেখবে না ?

প্রগতি কোথায় ?

অতীতেরা চলে গেছে নতজানু হয়ে
আগামীর প্রস্তুতি ছাড় নেই জ্ঞানে অজ্ঞানে
সূচনা প্রবোধ নেই আত্মতুষ্টি ছাড়া

কে কাকে শোনাবে ?

জিহ্বা মুড়ে নাও বিকৃত হলে চিন্তা নেই
বুড়ি ছুঁয়ে দুঁয়ো দিও অবাধ প্রলয়ে
চোখ খুলে দোষ হবে যদি মেনে নাও
পারিষদ জটলার পরমায়ু
গুনে গুনে রনক্লান্ত হলে-
জিহ্বাদের সঠিক তত্ত্ব দিও,

তখন কদর ছিল পরমায়ু দিন
যে যেমন জুড়েছি সময়
সে ইটের পরমাণু ভাঁজে
প্রেম ছিল পরম সুদিন,
সাজানো কথার রেখে যাওয়া ঋণ
মনের আগলে ঘর বেঁধে
আছি তার অবস্থাণ ছুঁয়ে

খুঁজবে না কোথায় সে দিন ?

চলো , ওঠো, পথেতে দাঁড়াই
প্রগতিরা যাবে লক্ষ্য রেখো
আমাদের মতো না কি -
বিস্ফারিত সাজ,
চোখে,মুখে মাখা থাকে ছকের কৌশল,
মুষ্টিবদ্ধ হাতেরা প্রবল।
দেখো , সমন্নয় হলে লেখা হবে যেমন যখন
স্তূপাকার পাথর ন্বেচ্ছাকৃত পরে আছে-
ঝলসানো ইঁট,চাবুক চালাও মনে প্রাণে-
খাঁমচাও ,আঁচড়াও ন্যুব্জ জড়তা--
বোলো হেসে
" প্রবল অসুখ..........."


পরেছো মুখোশ ?
চলো, পাতায় পাতায় লিখে দিই,
" মানুষ পশু ছত্রাকার
   আমরা আজো নির্বিকার।"