জুড়ছে ভাঙছে গড়ছে মনে সমন্নয়ের ভিত্
পাচ্ছি না আর গড়তে প্রহর খুঁজছি নিরন্তর
হারিয়ে সে-সব কোথায় গেল সকল নিরুত্তর
দেখছি যেমন মিলছে না আর ভাবনা অকিঞ্চিৎ ।


কোথায় আমার মনজুড়নো দু'এক ছটা রং
মেঘ রাঙিয়ে মনের ঘরের প্রথম আলাপন ?
যা ছিল তা মিথ্যে হল সিঁদুর ঘরের মেঘ
ভয় ধরানো শিধ্ খুলেছে সব হারানোর রোগ।


শিমূল বন্ধু ফুটিয়েছিল আসর ভরা ফুল
খুব করে প্রাণ ছন্দ দিল সৌরভে মশগুল।
জ্বালিয়ে প্রাণে আপন আলো
                      কোন্ সে দেশে
                          পাড়ি দিল--
একলা বসে খুঁজছি সেসব হারানো দিনগুলো।


মন কেমনের রোগ ধরেছে শূণ্য ধারে কাছে
সব হারানোর বেদন মাঝে কিসের আবেশ জাগে
ঝড়ছে সেদিন শ্রাবণধারা আজও অবিকল্
হাসছে সেজন বৃষ্টি সেজে ভিজিয়ে ছলাৎ ছল্ ।