তোমার চোখের ভাষায় আমি স্থির
কোকনদ হবো বলে ভেবে নিই, কত বছর গেল
কত দিন মাস, কোন ইতিহাস হলো না,
অথচ মুহূর্তের দেখাদেখি নিয়ে মহাকাব্য হলো-
সিনেমা হলো, ফেস্টিভ্যাল হলো--
জানি হারিয়ে যাবো, গোধূলি'র আবছায়ে মিশে যাবো-
নয়তো পথশেষে নিশ্চিৎ অন্ধকারের বুকে-
পেতে দেব প্রতীক্ষার মুহূর্তগুলি
যখন বসন্তের আদুরে বাতাস স্পর্শ করবে আমায়-
পরম স্নেহে বলবো, " ভালোবাসো"
সামনে দিয়ে চলে যাবে অনন্ত যাত্রীদের তুমি,
অন্ধকারকে বলবো " একটু দাঁড়াবে "?
জানি থামবে না কেউ তারপর ফ্ফু দিয়ে-
নিভিয়ে দিব প্রেমের বাতি,
তখন তুমি প্রতিপক্ষর থেকে আমার-
গুজব ছড়াবে , অচেনার মতো ।
সবই আমার খুব জানা অধ্যায় গো,
অন্য কিছু শোনাতে চেয়েছিলাম
বললে, "অপ্রয়োজনীয়",
রাত্রি আমার উত্তরণের পথ বলে দেয়
তাই অন্ধকারকে বলেছি তোমার কথা
বলেছি ভাষা ছিলো, হলো না কাব্য
রাত্রি বলেছে, মেলে ধরো আমাতে, স্বস্তি পাবে,
অগাধ অন্ধকারের নির্লিপ্ত বন্দর,সীমাহীন
শান্ত শীতল বাতাস আমায় ভালোবাসে খুব।
বিশ্বাস করো।