ও যেন আসেনা, পথে রেখো দীর্ঘ প্রাচীর
                কাঁটাতার বেড়া,
                ঘেরা দাও পাথর কংক্রীট-
                তপ্ত লাভার পীচে রাস্তাটি মুড়ে
                বলে দাও কখনো চেন'না ।


মেঘেদের কানে দাও বৈশাখী ঝড়
             শ্রাবণের ঘনঘোর ধারা
             জরোয়া শাড়ীতে যেন-
             লাগে কাঁদা অভিসার বেলা-


বেমানান রং দাও জৌলুস সাজে
         খোঁপা ফুল বিষাদ প্রহর
         কুমকুম টিপ নিয়ে সেজেছে আমার-
         হেসেছে সে ফোয়ারা আদলে_


ভেসে আছি মোহানায় কোলাহল জলে
            সেধে কেন অবসাদ নিলে?
            ঢল্ নেমে ফসল ঘিরেছে বুঝি-
            ভুল ছিল টিপের আদল ?


বাতাসী'রে শাড়ীময় মেঘের আওয়াজ
              দুধসাদা বুকের রেশমী
              কানে কার ঝুমকো ঝিলিক ?
              দিলি কারে পাঁকা ধানে মই ?


দ্যাখো মেঘে বাদল ছেয়েছে
         বজ্রের রাক্ষুসে দাঁত
           বন্যারা বাতাসী'র খুব চেনা জানা
           আজো জ্বেলে হৃদয়ের বাঁধ
           এস ফিরে কাছে টিপের কদর ।