কবেকার কথা মুছে গেছে রংহীন টিপ
              পাষন্ড ঝঞ্ঝায়, আমি ঠায়
              মেঘের আদলে দেখি অকাল্ ভ্রুকুটি
              অস্তাচলে আমি আর রোদ্দুর কে কার ভরসা


চলাচল ঘিরে অনাগত আর গুঞ্জণ
             আমি কার কে আমার
             বলো মেঘ তুমি কি ভ্রমান্ধ
             না কি বিচ্যুতি দিয়ে চলে গেছ দূরে ?
             জলেদের ডাঙার আকূতির সহবাস
        কোনভাবে তুমি নেই চরের সারিতে
        প্রেমহীন ভরসা ছোঁওয়া ছুঁয়ি উঞ্ছ জীবন ।


মাঠের সারিতে অকূল ভরসা মনে পরে ?
                দোলনারা অনুতপ্ত আজ
                আমায় বলেছে জড়ো করো
        হুলুস্থুল আর বসন্তের ফুল
        ডেকে গেছি বলে, জন্ম নাও বসন্তের কূলে
        দিয়েছিলে সূর্মা কাজল টিপ আর বেলোয়ারী
        গোঁজামিল সুখের প্রাক্কাল তাই গেল ভুলে
        কেন এলে ভুলে যাবে যদি


দ্যাখো চোখো সূর্মা কাজলে আজো আছি চেয়ে
                     সেই ধূসর আলোয়
                     দিয়ে যাও সুদসহ দিব্য দৃশ্যালোক
                     মহড়ার প্রেম
                     চেয়ে দেখি কেমন আছো
আজকের তুমি।