জোয়ার , সমুদ্র আর আমি মিলব বলে যখন
            সরিয়েছি বিড়ম্বনা,
            বিশ্বস্ততা থেকে নেমে গেছে কৌতূহল            
            অগ্নির কোন ঘিরে জমাট আঁধার
            উচ্ছ্বাসের অগাধ নোনাজলে
            খরতোয়া স্রোতে-
            দিগভ্রষ্ট আমি।
          
            যখন বন্দকী সূত্রে বাজেয়াপ্ত
            প্রাণঘাতী দপ্তর            
            বাণিজ্যপ্রথায় সরানো হলো আমার
            তিন দফা নালিশ ।

             সর্বাঙ্গে ফসিল মোড়ক
             আমি স্থির জড়তায় কেমন "আইটেম" হলাম-
             সর্বাঙ্গে কাঁটা বিঁধিয়ে,নখ বিঁধিয়ে,
             খোঁচার আঘাতে যাচাই করা হল,
             "সজীবতা"
              
            আজ ঝড়ে চলেছে অবাধ স্রোত জানু,শিরা-
            ফসিলের পথধারা রক্তময়
            জলে স্থলে শুধু স্থবিরতা
            নির্বিকার,
            নিঃশব্দ আকাশে কাদের আর্তনাদ,
            অঢেল কারসাজির বিক্ষিপ্ত জনতা
            আমি জাগতে চাই বলে
            সঙ্গমরত পশুকে বলেছি," আদর্শ" দে,
            আর মানুষের হয়ে চলে গেছি দীর্ঘ বাঁদারে-
চেয়েছি শৃঙ্খলা থেকে সূত্র--
                সমাজের নামে,