ওরা বলবে না কেউ চোখ মেলে
              শূণ্যতার মহাজোটে অবক্ষয়,
         কুঁড়িদের দাপটে কাহিল মেরুদন্ডে
                    ছড়িয়েছে ভগ্নতা


পথে,ঘাটে চলার কালে ভেসে গেছে-
              স্বপ্নের দলাদলি
           কলিদের রংয়ের বাহানা দিয়ে
              শেষ নৈশভোজে ।


আজ আর সাযুজ্য নেই দৃশ্যের
               নির্বাক খাদ্যেরা
          রসনার ভারে ডুবে অাছে পালঙ্ক ভাঁজে
             কোরমা আবদারে অন্য ঠিকানায়-
             দৃশ্যেরা জুড়েছে নব্যতায় ।