সলতে জ্বলে সাঁঝ প্রদীপের
আঁধার ঘোচে না,
আসল নকল কোন্ প্রমাণের
জবান মেলে না।


চলছে জীবন যখন যেমন
অঢেল কলরব
নিথর দেহের পাশে অগাধ
জীবন্তদের শব্ ।


দেখছি কবর,শ্মশাণ নরক
চার দেওয়ালে হায়!
জীবন না কি অথৈ ভোগের
সংজ্ঞা গড়ে যায় ।


জোর জুয়ারী'র মারণ ঘুঁটি
চতুর্দিকে রব্
কে কার আদল করবে বদল
প্রধান ঘুঁটির ছক্ ।


নাক্ শুকিয়ে কে কার প্রমাণ
কি হবে কোন্ কবে
কার শরীরে কার বসতি
দেখনদারের ভবে।


কোন্ মুলুকে কার জোয়ারী
কে কার মদতদার
কি শেখাবে,শোনাবে কি
কেমন সংস্কার ।