আমি জেগেইছিলাম প্রিয়তম,
আশার ফলক ছুঁয়ে-
অভ্যাগতের নিত্যকার প্রসাদের ফুলে
নিয়মের গাঁথা মালা আর দুর্লভ বিশ্বাসে-
আশাহত কিণারায় সাগরের ঢেউধর্ষন-
মুছে গেছে বিদায়ের ছাপ্ ,
দেখি মুক্তো গেঁথেছে মালা
কটিদেশ ছেপে রমনীয়
আমি ভুল হয়ে-
লিখে রাখি। তোমার বাসরে
কিছুটা বিষাদে রঙ্গের বাহন হব
তোমরা ছুঁয়ে থেকো গলগ্রহের ঢেউ
প্রেমহীন স্থায়ী বিশ্বাসে
আমার সাগরে আজ সীমাহীন বরফকুচির আলোড়ণ।