নাহ্ , কোন ভালোবাসা আসেনি
কিংবা সাহচর্য ,যখন সে দশবার
বিক্রী হলো, চেঁচিয়ে বলেছিলো-
ভালোবাসবে ?


একরাশ দুঃসময় বয়ে চলে টানা হেচড়ার -
অমায়িক মহড়া, টেপাটেপি,কানাকানি
অতঃপর ঢালাও বিক্রী
তখনও তার বুকের কোলাজে প্রেমিকের
আঁকা উল্কি
আইসক্রীমের মজার মেলায়
অবাধ্য খুনসুটি প্রেম


অর্ধনিমিত চোখে মায়াবী আঁতর
মদিরার ঢেউ, পৃথিবীটা আবেগ জড়োয়া


বেশী নয় মাত্র বারোটা প্রেমিক
চড়া সুদে টেনে নিল জমানো আহ্লাদ
সী বিচের শুনসান ঘরে
আজো কাঁদে বিবাহ বাসর
খুব বেশী সেজেছিল মেয়ে।


শুকতারা মুহ্যমান বাকিদের ভীড়ে
মালা গেল একে একে অনন্ত তিমিরে
সাগরের বাঁধভাঙা অগাধ আশ্বাস
গায়ে তার মানবীয় পরিচয় দান
খসে গেছে উল্কিরা যখন বিস্ময়ে
মনে হল পৃথিবীটা নিরেট,পাষাণ
গায়ে তার বারোজন পুরুষ আশ্বাস


কে কোথায় ? প্রেমিকের রুপ ?
বিদ্রুপের শত রুপ ,জলে,স্থলে
জলাধারে ডাকে,"মেয়ে আমি,আমি মেয়ে"
ভালোবাসা নয় প্রেম, শুধু পণ্য পরিচয়
আজো ফলে আছে তার ঢালাও বাজার।


(  বাজারের সব্জি যা পণ্য রুপে বাজারে আসে--কবিতায় তার
   মর্মষ্পর্শী বেদনা। কবিতাটি রুপক। )