পেতে দাও কোল্ মাগো অনন্ত শয়ান
              স্থাণু হলো জীবনের সব অবসান।
কোল্ ভরে মাগো তুমি জীবের পিপাসা
              বুঝি নাই পেতে হবে এহেন তমসা।
ছিল সেই দিন তুমি শান্তি প্রলেপ
               আগলেছ দুর্গতি অগম আক্ষেপ।


ভালোবাসা ছল্ ছিল দুর্জন চাতুরি
             নরাধম ছিনায়েছে সব জোচ্চুরি।
তুমি ছিলে আঁচলের ছায়ায় বেঁচেছি
             কপটের ছল্ হল সব মিছামিছি।
যদি তুমি দয়াবতী মঙ্গলদায়িণী
             শাপ্ দিও কপটের মেকী ছিনিমিনি।


উঞ্ছবৃত্তি পরিণাম জঘন্য মহামারী
              টেনে নাও সন্তানের বিহিত প্রকারি
ছেয়েছে প্রকোপ ঘিরে পূর্বের বাহানা
               চলেছে মারণ রোগ দখল জমানা।
নিঃস্ব আমার দিন্ বাকীরা ক্ষমতা
                মাথা ঘিরে আঘাতের সংকেত বারতা।


প্রেমহীন চাই নি তো হেসেখেলে পার্
                নিরব তামাশা বোঝে জগৎ সংসার।
জনে জনে খুঁজে ফিরি প্রেমের পসরা
                হৃদয় মেলায় ফাঁকা অগাধ আস্কারা।
হেরে গেছি গো হারায় ভালোবাসা দিয়ে
                সাজঘরে দায় নিয়ে ভিখিরী সাজিয়ে।


শেষের সে পরিণাম মিছে হলো সব
                 কে কোথায় ফাঁকা আজ সব কলরব।
দুবৃত্তের মারণ কোপ হেনে দলাদলি
                 অবেলায় বাকি সব সমান সহেলী।
কোথা আছো মাগো তুমি আমারি সহায়
                  এক তুমি আর আমি নিস্বঃ হেলায়।


শেষ হলো লেন-দেন জীবন্মৃত প্রায়
                   এবারে ও কোল্ পাতো চাইছি বিদায়।
মিটেছে সোয়াদ সব জানাশোনা শেষ
                    ডেকে নাও পরপারে জীবন প্রাণেশ।