অামাকে সাজালে মালায়
                             কিন্তু.......
সামাজিক বুকে ক্ষত
                  
রেশমী শাড়িতে ছুরির ফলার
সমাধি'রা অক্ষত।


নিয়ে গেছ তবু অধিক ভরসা

ঘন কালো যাতায়াত


জীবন ফসিলে রয়ে গেল সেই


প্রাগ্ যুগ ইতিহাস।


সাজব বলেই নিজেকে বলেছি
                       মানুষেরা বদলায়
                          
যারা খোঁজে সেই পরম অধ্যায়
                        সময়টা ঝলসায়।
দগদগে ক্ষত খুঁজিনা'তো আজ
                         লেগে আছে কলজে'তে.....


সাজব বলেই আবারো ধুয়েছি-
                         হৃদয়ে ছুরির ক্ষত।