হিসেবটা তো বায়না দারুন                
গোল বাঁধালো ভাবনা ঘিরে
যেই বলেছি হালকা রংয়ে মানায় ভালো
কিলবিলিয়ে মগজ গুজব নোটের আদল
খেল্ জমালো, আগের রংয়ে মন্দা হয়ে-
ঘরগুলো সব রাস্তা নিলো, তোর কি তাতে-
সড়কগুলো খেই হারালো, নিন্দুকে কয়-
রক্ষা পেল, কোন্ পথে কার ভাগ্য খোলে-
দশ,বিশে নয় পাঁচশো,হাজার ঘোল্ খাওয়ালো।


পেন্নাম কিসের, অঙ্ক শেখো হয়রানি তাই-
কয়'শো মানুষ,কত'র আকাল্, বিফল কত
গুনতে শেখো আবার,আবার ছাত্র বনো।


ভাবব তোকে অমিল হিসেব সংখ্যা কোথায়
আজ থেকে তাই শাসণ, বারণ ভুলের খাতায়
নোট গোনা'টা তেমন হলে হিসেব কিসে-
আবার যারা শিকার হবে গড়গড়িয়ে ছন্দে মিশে।


খুব নেশা কয় ব্যারাম ধরো ,ক্ষুর,কাঁচি কয়-
দু'হাত ধরো, বাজার বলে কদর করো ,
মন্ বলেছে আড়াল খোঁজো, পাঁচশো,হাজার-
আটক করো, দশ,বিশে দিন পানসে দারুণ,
কি অনাবিল্ ভাবের ধরণ ।


আসল,নকল কয় ভাগে ভাগ,বিয়ো,গুনে-
কার কতটুক বেজোড় হলে ফর্মূলা'তে
জটলা বাঁধে, চালের মানুষ,হালের মানুষ-
কে কতটুক কোন্ সমাধান সঠিক মতে ?


আবার,আবার ,আবার গোনো মিল-অমিলে,
বেজায় হানায় হিসেব,নিকেশ যাচাই হলে
বলব সাবাস! হিল্লে হলো অঙ্ক শেখার
কম কিসে কে, সবাই দারুণ হিসেব কষার।