তিন বিচারক করছে বিচার মানুষ কিনে
কেমন হবে শিশুর নেচার মানব জিনে?
খাঁমচে,খুঁটে নাড়ীর ধরণ ঘিলুর বিড়ম্বনা
গোল না ত্রিভুজ চৌকো মতন মগজ নমুনা।
মারলে বেতে চেঁচায় নাকি লুটোয় পদতলে
চাপলে গলা কড়মরি দেয় রিপোর্ট কৌশলে।
কাড়লে বেবাক পাওনা দেনা ইট ছোড়ে না
                  পাথর -
পাড়লে গাল্-এ লাফায় নাকি দুঃখে কাঁদে
ঠেললে নীচে ফোঁপায় না কি মনটা কষে-
                   বাঁধে -
ভীষন কঠীন প্রমাদ হলে কেমনতরো রোষ
কাঁড়লে জীবন হাত-পা ধরে নাকি বে'হোশ?
ছিনিয়ে নিলে নামের যশের বেবাক প্রমাণ-
                   গুলো -
মৃত্যু গোনে অগাধ জলে নাকি মুষরে কাঁদে
ঘোর অবমান প্রমাদ হলে খিলখিলিয়ে হাসে?
বন্ধু ভেবে কোন্ সুজনে আগলে রাখে প্রেম ?
ঘোর আঁধারে বন্ধু নখে জখম যখন শেম্ ?
কাঁমড়ালে লাল শুদ্ধ রক্তে বিষাদ অবক্ষয় ?
                    নাকি -
পাগল খেতাব তিরষ্কারে নিঃস্ব পরিচয় ?
কেমনতরো জীনের মানুষ পাথর নাকি-
                    প্রাণ -
দুঃখ দিলে অশ্রু সাগর বিষাদ পরিণাম।
চলছে বেজায় বিচার-আচার খাঁচার মানুষ
                   কিনে -
মিলবে কি তার স্যোসাল জীবন আসল
                   মানব জীনে-