দূরে কোথাও কালের হৈ চৈ
             ঝড়না দাপট, বে আব্রু মন্
              ঝড়ে গেছে বৃষ্টি ফোটায়
        হিসেবের ঘর বেয়ে তবু কোনদিন আলো আসে
                      সরাসরি
                               মেঘের উপর,
                                        উরুর উপর-
অবাধ্য চলাফেরা , যেন কার, যেন কে
                 নহবতে জুড়ে গেছে মৌন সময়
             আকাশী' কলিতে আজ অনেক অহমিকা
                   দেরাজে গোছানো মালা
               হিম হয়ে তবু কার অপেক্ষায়........?