সকলে যখন মেলাতে চেয়েছে
         ধরণ স্মরণ বরণ
হেঁটে যেতে চায় ঋদ্ধ জীবন
         কোন্ পথে অকারণ
যখনি দেখেছি রাজপথ আর-
         আমাদের কুঁড়ে ঘর
তফাৎ টা বুঝি ছুঁয়ে যেতে চায়
         ভেদাভেদ হাহাকার।
শুনেছি শুধুই বিভেদ প্রভেদ
         ভর করে আছে পথ
শুনেনি অযথা স্তিমিত কন্ঠে
         কাহাদের কলরব।
চেয়েছি যখন শপথের নামে
         সিঁকি ভাগ্ সম্মাণ
চোখের আলোয় নিদ্রা নেমেছে
        কোন্ বিধাতার দান্ ।
আমরা নেমেছি বিধাতা উঠেছে
        স্বর্গের আশ্বাসে
প্রভেদ বিভেদে কিম্ভুত হয়ে
        বিধাতা অট্টহাসে।