নাচে শয়তান নাচে আরাকান
               নাচে রাজনের শব্
নেচে হুঙ্কার প্রলয় ধ্বংস
               ছাড়খাড় জয়রথ্ ।
বদমাশ নাচে খুনী বজ্জাত্
              কেড়েছে মুখের গ্রাস
আরাকান নাচে প্রবল ধ্বংসে
              বেঘোর প্রলয় ত্রাস।


নাচে যমালয় জীবন্ত প্রাণ
              ডাকাত হু-হুঙ্কার
আঘাতেরা, নাচে কিম্ভুত -আর
              তালের অহংকার ।


বোধাবোধ নাচে খলের আড়ত
              স্তম্ভিত পরায়ন-
মাথায় চড়েছে মিথ্যের লোভ্
              জেগে ঘুমে জনগন।


মৃত্যুর পাশে জীবনের দায়
              দাবী দাওয়াদের নাচ্
প্রকৃত মানুষ পরাজয় সয়ে
              নেচেছে মৃত্যু লাশ ।


চোখ দ্যাখে ভুল আসল নকল
             কথাকলি অধ্যায়
নরাধম পেষে অসহ মানুষ
             কথ্থক পরিচয় ।
মৃত্যু নেচেছে জীবনের সুখ
             অসমীয় ঝংকার
পাগলের নাচ সব ছাপোসার
             বিলকুল্ জয়কার ।