"ঝঞ্ঝা প্রলয় , তুফানের জয়
        পাশে থেকো কাব্যেরা
মরু হয়ে যায় , বিরহ বেলায়
          থেকো সাথে কবিতারা"


থেমে গেছে বজ্র মেঘ
               কোথাও ভ্রূকুটি নেই
     মানবতার পায়ে পায়ে হাঁটছি,চলছি,বলছি
      শহরকে, সমাজকে


যে মেঘে প্লাবন ছিল,অস্তমিত আজ-
            নির্বিকার, কোন দায় নেই
থেমে গেছে সিঙুর বিতর্ক
স্তিমিত আরাকান্, ভোপালের পঙ্গুত্বে ধ্বস্ত মানুষ
অসম্ভব নিস্তব্ধতা আগে দেখিনি আমি
কোথাও ফিসফাস্, ষড়যন্ত্র
ক্ষতেরা জেগে আছে ক্ষতির সর্বনাশায়


অধ্যায়ের হৈ চৈ স্তিমিত
সচেতন প্রহরীর মতো অপেক্ষা
একটা তুফানে'র , একটা ওলোট-পালোটে'র
       সারে সারে লাইন নিঃশব্দ মানুষ
ষড়যন্ত্রের নামে ছেড়ে দিচ্ছে বিষধর
এ কে -৪৭ এর-
   নিঃশর্ত সন্ধির
   অসহায় সমর্পণ।


সমাজসেবার নামে যে ব্যাক্তির-
খ্যাতি ছিল-
জানা গেল দীর্ঘ জীবন সে
সেবন করেছে জুয়ারী আস্বাদ আর-
রেস দৌড়


পালিয়েছিল যে দমবন্ধ অবস্থায়
সে আজ নোংরা নীতির শীকার
হিল্লে হবার তারণায়
বিশ্বাস আর অকাল্ সময়ের
ধ্বস্তাধ্বস্তি প্রবল।  


আজও তাই বলে ?


শ্বাস ফেলে সুদীর্ঘ অধ্যায় দাঁড়িয়েছে কড়িকাঠে
হিসেবের কাণাকড়ি লোপাট
ঝুলছে বিদিশার স্নেহাশ্রূ
টয়লেট ন্যাপকিন নয়
ফরেন প্রোডাক্ট চাই ,ওকে তো আর
ভ্যনিশ করা যাবে না
    
মুছে গেল ট্যোট্যাল মেরিট লিস্ট
নেই আর কোন অবস্থাণ
যন্তর-মন্তরে চাকায় -
পিষ্ট হচ্ছে নিয়ম , বে-নিয়মে ।


তৈরী হচ্ছে অধ্যায়
সত্যজিতের অস্কার
চরিত্র অর্থাৎ- আমি,তুমি, ওরা, এ কে-৪৭'
প্রদেশ পাচার, লিস্টি লোপাট,
আর সমাজ-সেবক |


জানি মেনে নেবে সমাজ,সভ্যতা
থামবে না কে এল সায়গল্
যাত্রা ফেস্টিভ্যাল্ , বিসমিল্লা সাঁনাই।
                
জমাট হবে না মাথা-
রক্তের ভাসা লাশে
কি নিদারুন স্নেহ ,অসহ সংযম কি ভালো-      
আহা ,আমার স্বদেশ ।