বিষাদবেলায় যদি জেনে যাই
        ট্যোমাটো সসের কলহেরা
  ঘিরে আছে কায়দা-কানুন আর
      নিহতের উল্কি ধারায়।

যদি বলে দিই ক্লিওপেট্রা'র
         নভ্যোতল্ ছুঁয়ে জ্বলে ওঠে
   উদিচীর প্রাত্যঃ বাসর
         সন্দিগ্ধ দৃষ্টি' ভরা উৎসুক।


মনগুলো ধূলো-মাটি খোলস বদলায়
           সেজে নেয় বৃন্দাবনী ঢঙ্
      নজরানা চোখে বেপরোয়া জলে......
         জানি খোলসানো অশ্রু কোরক।


যদি আলো রেখে কিংবদন্তী কথা
           গোঁজামিল চায়ের আঁড়ত
       ছুটে যাই পরম নিবিড়
           পোড়ে হাত অন্য আলোয়।


ললিটা'য় জমাট আলোড়ণ
            কুয়াশা ভারী প্রচ্ছায়ায়-
        গাছে গাছে রোমাঞ্চ দান
             ভাবী ফুল তবু সম্প্রচার।


জেনে গেছি রাত্রির ঘরে অগোচর
               ফিসফাঁস অহেতু গুঞ্জন
      কোন কথা বাদ নেই জমাট আঁধার
          কারা চলে যায় ফেলে মিটমাট ।