আছিস কেমন, থাকিস কোথায়
               বেশ তো চলাচল্
ঘুড়তে এলি ? দেখতে তো নয়..
               কেমন রদবদল ?
বসতে কোথায় জায়গা দিবো
               কিরম সেবা চাস্ ?
পড়ল মনে হঠাৎ কি বল...
               জমিয়ে বারো মাস।
বাতের ব্যাথায় কাবু জানিস
               কোমড়,পিঠে ঘাড়
বছরগুলো লুকিয়ে কেমন
               পালায় সারাৎসার।
রাগবি গাইয়ের নাতি হলো
               তিনটে মেনির শিশু হলো
রুক্মনী আর রূপ ছাগলের
               গোটা দশেক পুতি এলো।
পুকুরগুলো রুই কাতলের
              শিঙা মাগুর খলবলিয়ে....
ক্ষেতের চষা সবজিগুলো
              রোদের আলোয় ঝিলিক দিলো।
কি খাবি বল্, ভেজ না আমিষ
              ইলিশ মাছের ছক্কা ছিলো।
থাকতে হবে গোটা দু'দিন
              পায়েস,পিঠা,পুলি ভাঁপা
নলেন গুড়ের ভোগের সাথে
               রসানলের বন্ধু সেবা ।
থাকত আগে সঙ্গী যারা
              বিদেশ বিঁভুই পারি
সাক্ষাতে আর হয়না পিড়ীত
               জ্ঞাণের আড়াআড়ি ।
ভাড়াট ঘরের ভাড়ায় জীবন
               দিন গড়িয়ে রাত
চলছে জীবন দিব্য সেবন
                বন্ধু স্নেহের হাত্ ।