শরীর চুঁয়ে নেমে গেছে চাঁদ
                          ঘন গাঁঢ় তমসায়
                রাত্রি'র বুকে হাহাকার চিরে
স্নেহ,আলো জাগে মাটির গভীর
হাত,পায়ে.মুখ বিচূর্ণ হিম্
                মৃত্যুরে ডাকে, ডাকে মৃত্যুরে।


চলে যাও মুগ্ধতা রেখে খুব
            ওষ্ঠের কাছাকাছি
                 শব্দের দ্যোতনা'রা-
নিরিবিলি হাসে, হাসে নিরিবিলি।


ক'ফোটা অশ্রুজলে পরমায়ু রেখে দিলে
                  ততোধিক প্রাণপ্রিয়
          তারাদের আলো জ্বেলে
      রাত্রিরা শোধ্ নিলো।
                             নীরবতা এসো মৃত্যুর
                        চোখে,মুখে কথা বলি
                   সুখশয্যার এ অসুখ
               নিয়ে শুধু আজ খেলি।


ভালোবাসা আজ লোভাতুর
                 বিঁধেছে মোহের জোয়ারে
চোখ,মুখ জ্বলে বিম্বের
                  পদাবলী থাক্ সাদরে ।
আঁধারের বুকে সঁপি
                   অশ্রুসজল কথাদের
চুমিও গোপন অভিসার
                   মৃত্যু কবল বিষাদের।


কার ছায়া যেন হাতছানি দেয়
             ঘাত্ লাগে কার দরজায়
চমকি মেলায় শূণ্যতা শুধু
              জাগে মৃত্যুর অপছায়।


জেগে থাকি শুধু বধিরে
                     কথাদের সংঘাত
                 মুখে,কানে,হাতে রসনা রয়েছে
                        মানুষের আস্বাদ।
         ধুয়ে গেছে শ্বাস ক'ফোটা জীবন
                     আধপোড়া কালো ছাই
           অঙ্গ জড়ায় ছায়া বিন্যাস
                      প্রেম ধূ ধূ হয়ে যায় ।
হাহাকারে বসে আছি
                 দিলে না প্রেমের লাস্য
                 ভালোবাসা যদি অবসাদ
                 বিষাদের দিন গোনা
                 মৃত্যু বলেছে রয়েছি
                 একা অমা ,এই রাত্রের।
              খুব করে হাত ছোঁব
              প্রাণমন কেড়ে হাসি
              ধরেছি জাপটে, মৃত্যু তোমায়-
              সত্যি-ই  ভালোবাসি।