রাতদিন ঝোঁক গেঁথে বসে থাকে
                  কোন্দল গায়
    থোবড়া চোয়াল্ , কঠোর ,নিষাদ
                  বরফ কঠীন লোক..........
                  অকারণ বিষাদ বাড়ায়।


তীক্ষ দৃষ্টি নয় এলোমেলো, ভ্রান্ত প্রেমিক
            পয়গম্বর ভাবে অথবা কুহেলী
    কথা নয় শব্দের অপঘাত্ কিংবা দূষণ
                    দাসী-বাদী ভাবখান্
                 প্রেম নয় চাতুরী'র সন্মাণ।


ঠায় খাঁ খাঁ পিপাসায়
             তেষ্টায় বুক হায়
                      ঢালে জল সাগরে প্লাবন
অথর্ব বোধ তার করেনি' ক' সন্মাণ
                           মানূষীর তীব্র অপঘাত্
কঠোর,পাষাণ মন্ হেনেছে মৃত্যুবাণ
                                  হেন তার হৃদয় হরণ।
পুরুষ বা না-পুরুষ কিসে পরিচয়
                     যার নাই মানব ধরম?
অথর্ব , বৃদ্ধ সে পাষাণ কঠোর
             মানুষ না অ-মানুষ সম
যম রুপ অজ্ঞাণ প্রার্থণা কায়মন্
        নিতে হায় এ নশ্বর দেহ।