কাঁটা ঘায়ে নুন আর মরিচের ঝাঁঝ
হু হু বাড়ে রোসানল জমে মার-প্যাঁচ।
আইটেম গসিপের আড্ডার  পাতে
বাঙালী মুন্সিয়ানা প্রখর দুনিয়া'তে।


কে কোথায় হল খুন কি দোষ কেমন
বুঁজে চোখ নির্ণেয় কষেন বিধান ।
দোষ কার কত,দায় কত পরিমাণ
চলে যাও সোজা ঐ আড্ডা সদন।


বাঁশ কার কি প্রকার চাঁছা নাকি ছোলা
কে দিয়েছে, প্রচার কি,সংবাদ ঠ্যালা।
ঘূর্ণিপাকের মই কেড়ে কবে কারা ...
অট্ট হাসি ব্যঁকা চোখ কা'র মস্করা?


কার ঘর কি প্রকার মালামাল হলো
কঞ্চিতে বাঁশঝাড় প্রকার কি বলো।
দামাদামি কার বেশী কে কত'র চাল্
চোখ টিপে বলে দেয় গননার ফল।


কার দাও কত দর,জড়াবে না ছোঁবে
জানা যাবে গননার মহৎ উৎল্লাসে..।
হাসবে, বলবে কে চেঁচাবে কে বাদে
গননা জানান দেবে দ্বি-গুন আহ্লাদে।


সামনে কে,পেছনের আঁধার সারিতে
বিস্তর মিটিং চলে জোগান'টা দিতে ।
পথ চলা পাটকেল ইটের কৌশল
বাবুরা যাবেন পিছে কোন্দল-মহল ।


রসনা'র কানাকানি দলাদলি চাল্
বাঙালী অমর রহে বহে কলিকাল।
ল্যং,ঠ্যালা,মই কষো বাংলার হাল্
চলছে, চলবে বেশ্ দিব্য বহাল।