বরফদেশের কুয়াশার মতো আচ্ছন্ন তুমি
          সেদিন নায়াগ্রা ছিলো
  জলপ্রপাতের সুর কেমিস্ট'রা সঞ্চয় করেছিলো কিছু
  আর আশ্চর্য মূর্চ্ছণায় বিভোর ছিল
  সেই মোহনীয় স্রোত সমৃদ্ধ প্রপাত
  কয়েকটি মাত্র সকাল ছিলো
  কয়েকটি বিকেলের পর,
  আমরা খুব কাছে কাছে থাকতাম
  পাছে দিন-বদলের পালা শুরু হয়ে যায়
  
  নায়াগ্রা'র ধারা বেয়ে আমরা পৌঁছোতাম
             স্বর্ণালী সন্ধ্যায়
      খোলামকুচির বৃত্তে কোন ঝঞ্ঝাট ছিলো না
      মাঝি মনে দেদার পারি
      আমরা চতুর্বগের লোক
      চিনতাম জল আর ডাঙা
     মাঝে মাঝে মাঝ দরিয়ায়,
     সৃষ্ট তুফানে আমাদের লম্ফ ঝম্ফ
                        নায়াগ্রা'র কাছে
              সাবেকের কাছে ।


আছড়ে পড়া আর হলো না,
ধার ঘেষে চলে গেল জেলে ডিঙী মন
তখনো সুখের খাঁচায় ঘোরা-ফেরা


            সময়'টা তখন আমার ছিলো
কিন্তু বাজেয়াপ্ত নায়াগ্রা'র সপ্তমাশ্চর্যে
যুক্ত হলে তুমি,
পেলাম ছুটির নোটিশে
অগনিত যাতায়াতে'র এক বিচ্ছিন্ন প্রপাত।