চুপ!!!


বাতিদের নিভিয়ে দিয়েছে
             এখন লুঠতরাজ
দেখছ না মানুষের ক্ষয়রোগ
পাঁজরেরা অবক্ষয় ঘিরেছে মানুষ
ঘর,বাড়ি, শহর,নগর
                  খুব কাছে ওরা
              ঝঞ্ঝাট নয়, কথা থাক্ বোধহীন শব্দ প্রকার
               আমরা দূষণে
                সহজাত মগজেরা বিভ্রম হলো
              খুলবেনা কিছুতেই চোখ


খাবলে নিয়েছে দলাদলি ভেট প্রশ্রয়
বাতিরা আচ্ছন্ন আজ উল্টে গিয়েছে
প্রকার মস্তিষ্ক, বন্ধ থাক্
             বাতির প্রকার।
    
চুপ !! আঁধার এখানে।