ভাষা আজ হিময়িত মৌন অবরোধ
দ্রোহী হয়ে জটলা মিছিলে
নিজেরেই টেনে তুলি-
বিঁছিয়ে অগাধ পরিসর
বুনে চলি কথার বাহানা।


শব্দ নিহত আজ খুঁজে চলি দালিম প্রবণ
এত কথা তবু তার নিহিত হৃদয়
পাষাণ প্রমাণ অবিচল
কোথা তার নম্র প্রতিকার।


জুড়ে যাই অপচয়ে নানাভাবে নানাজনে
সুখ-দুখে, শোক-তাপে,
তবুও অকারণ
দ্বন্দময় কাব্যহীন অসার ভুবন।


ভাষাদের ছাড়াছাড়ি স্বাধীন মিছিলে
হাত মুখে অবাধ জড়তা
শোক নামে অকারণ
মানুষের দলে ভাষাহত-
তির্যক হতনাম।


কথারা ত্রস্ত হলে দু'এক কলম
জুড়ে যায় কাব্যেরা
স্বাধীন যেমন
রেঙে যায় সাদা মাঠা
কাব্য বিপনন।


মেলে ধরি দিনান্তের আদ্যন্ত জীবন
ভাষার যৌবন ঘিরে গভীর
ভাবের আবেদন,হাত পাতি
মানহারা মানবীর
ভাষাহত রিক্ত ভুবন।