আমায় অবসন্ন করো
অবসাদ সম্বল হোক্
খসে যাক অলংকৃত রাত
শুরু হোক প্রদাহ উৎপাত
আময় খন্ড করো,বিধর্মী'র
পাশার প্রসাদে অরাজগ
মোহের বিষাদ।
আমায় ক্ষিপ্ত করো, প্রতিহিংসা বিষে
কালের পোষাক আর অর্থ সরজ্ঞাম
ব্যর্থ কালের পরিহাস।
তুচ্ছ করো জীবন যাপন
গ্লানিময় তিক্ত জঞ্জাল
ছোবলের কূটনাগ বিষের দাপট
শেষ করো উৎসাহ ব্যপক কপটে
খসে যাক্ অহেতু হেলায়।
ছেয়ে দাও অরাজগ মুখ কিছু
অনাচার কদাচার তীব্র দুরাশা।
আমায় পাগল করো
তীব্র দুরাচারে
হিংসা বিষ দ্বেষ জাল্
যত আরো দুর্বিসহ বানে
দুরাচার জোট হোক পোক্ত মহীয়ান।
আমায় ব্যর্থ করো জীবন যৌবন
মিলে যাও জোটবদ্ধ শ্লোক
দোষীর ধরুক সং, তোমার আদলে
নির্দোষ শেষ হোক
আমায় অপযশ।
করো নেমে তলাতল
কন্ঠরুদ্ধ নীলাদ্রি শিশু
বাকহরা নির্বিরোধ জটলার আমি
অধোগতি অবরোধ
শুধুই সম্বল।
আমায় মূর্খ করো
দশে মিলে দলে
বঞ্চিত করো শ্বাপদ লালসা
লুন্ঠন, অরাজগ কালে।
আমায় লাঞ্ছনা করো
যত পারো বিদ্রুপচ্ছলে
মেতে ওঠো নিষিদ্ধের
মহড়া আসরে
বাজী ধরে ক্ষয় অবক্ষয় ।
ধ্বংস করো যাবতীয় শ্রম
মেধাদের জ্ঞান উর্মীলণ।
ফিরে নাও পুরষ্কার অযথাএকেলা
তেলা মাথাদের স্বৈরাচার।
ব্যঙ্গ করো অঙ্গ দুলে তীব্র কটু
জেনে বুঝে সরকারী চাল্
শিখেছ যে সহজাত প্রযুক্তি বিদ্
ছেড়ে দাও তার হলাহল।
লজ্জা কি সাথ্ দাও
কামের প্রভুরা
যত আছো পুঙ্গব মরদ জোয়ান
আনো বাঁশ কোলাহল
জুড়ে দাও কোন্দল
করো বরবাদ।
আমার আবাদ যতো
হোক ছাড়খার
তোমার অজ্ঞতা ঘিরে
মরুতে ফোটাও ফুল
তিক্ত বিষাদ
আমারেই করো বরবাদ।