মাপছে হৃদয় মানুষ বহর
ফিরবে কি সু'দিন
বাড়ছে গতর বছর বছর
ঘুষখেঁকো আমীন।
ফস্টি নস্টি চলছে বেজায়
উজবুকে প্রাণ ঘাত্
প্রেম চাগিয়ে প্রেমিক হাওয়া
বর্গীরা চিৎপাত।
কাঁৎ হয়েছে প্রেমের জোয়ার
পথের ভেতর পথ
ধন্দে খোঁজে পথের প্রকার
কার কত সম্পদ।
প্রথম যখন চোখ পড়েছে
খেই ছিল না প্রাণে
টোপর না কি টুপি'র মগজ
ধন্দ লাগে মনে।
কার কতটুক কাটবে ঘিলু
জুটবে পুরষ্কার
ঠিক্ কষে দেন আমীন বাবু'র
-জ্ঞাতির বংশধর।
প্রবীণ বাবু রসটা খাবে
আঁটির বরাত যা'র
ঘুড়ছে পিছে অগাধ মিছে
ঘিলুর সারাৎসার।