যখন আপনি উদ্ধারক


তখন
সাইরেন বাজিয়ে নগরে মুখর পদসভায়-
নিয়মের গলাগলি,বক্তৃতা,জনতা,কোলাহল-


পরদিন
কতক নিরুদ্দিষ্টের চটি,দেহ,পদ পিষ্ট অ-নাশক্ত লাশ-
খবরে প্রকাশ তারাই না কি
রোহিঙ্গ জ্ঞাতিভেদের নির্মম শিকার।


ধর্মাবতার, এক্ষনে যদি উল্লেখ করি
অসংখ্য মিছিলে যাদের মুখে ছিল চমৎকার সমন্বয়,
ক্ষুরধার ভাষণে
বিনয়ের সামঞ্জস্
আর হাতে দারিদ্র পোষক গোটাকত্ থাল্-
যাতে ভেদাভেদের মনস্তাপ
নিধন আর-
প্রভুজির পরমান্নে বঞ্চিতের প্রত্যয়


বিশ্বাস করবেন ?


গনলুট বাঁচাতে, প্রত্যাশিত সভ্যতায় যারা সেঁটে দিয়ে গেল-
আকালের ধ্বংসবীজ, আগাম সময়ের প্রতিদ্বন্দী
যে বীজ ফুটে ঢেকে যাবে অশুদ্ধ প্রশ্বাস
দরবারের স-বিনয়-
নগরের প্রাসঙ্গিক আর্তি
মিছিলের সহযোগ প্রান্তে-
জোড়া হবে অলৌকিক অধ্যায়-
যাদের নালিশ ছিল আমি,তুমি,হারাণের মা'র-
ভরপেটের বদলে
প্রগতির জুতার আঁওয়াজ-
ভাতঘরের খুঁদ,কুড়ো
রোহিঙ্গা অধ্যায়


তোমার কিন্তু স্বাদু ডিশে'র ঝলকে
শান্তি প্রলেপ-


ধর্মাবতার


আপনি তখন,বিচ্যুত হবে বলে আগাম সাইলেন্স-
না কি প্রলেপের মত-
জুরিদের মাথা'র প্রসাদে


চেনা পটে ঝোলাবেন ধূপ,দীপ,মালা ?