মৃত্যুর সাথে
                                
           মালা,ধূপের যোগ নেই কোন-
           তবু আমি সেজে থাকি-
           চর্চিত সুগন্ধি মালায়


অতীত ফসিল' গুলি
জরাসন্ধ মোহে
                   জোড়বার-
           সেঁতু গড়ে গেলে
কিছু গুল্ম পোষাকে-
দেহ ঝড়ে শাখা,প্রশাখা'য় পঞ্চভূত্ ।


আগাম অমরত্ব চায় বলে-
মানুষ'টা রয়ে গেছি ধূপের,মালায়।