জন্নৎ প্রেমের কাছে আজ শুধু দরাদরি


বস্তু'দুয়ের ঘেষাঘেষি ,বায়সের রস।


নিভে গেলে দন্তের ক্ষোভ
আমি তুমি জঞ্জাল ছাঁই , নিয়ম যেমন
তবু ঘেঁষে চলি ,যতদিন চলে


তোমার আবীর মোহে ঢাকাঢাকি জোর
জেল্লা বেড়েছে কদ্দুর আমি


কাল্ ছুঁয়ে দেখো, ছাইদানে
প্রেমহীন শরীর সাধন।



********
যাপনের দুয়ার খুলেছি
তুই শুধু কামনার ভোগ
লুব্ধের শয্যা বাসর।
তোর নামে অপবাদ
নগর প্রান্তে তোর ঘর।


নির্ঘুম প্রগতিরা উঠতি শিশু
চোখ তোর ধ্বংস সাধন
সাধের জীবন বোধ-
জলাঞ্জলি ব্যপক মারণ।


বেসাতির মেয়ে তোরা
কামে,ভোগে চরম কদর
সংসার ঘিরেছে ভয়ে
শান্তি বলে তুই ছাড়খার।


লোভীর আঁতুরে তোর
ভয়ানক রোগ সংক্রমণ
আমরা রয়েছি ভয়ে
ভাবনায় ক্লান্ত ব্যপক।


কত হল ছাড়খার
আগুন,দ্বিগুন পরিবার
বেপরোয়া তোরা ততো-
লালসার লুব্ধ দোসর।


স্ত্রী,পুত্র কোন্ দায়ে
প্রশ্নবান্ অকূল জগৎ
পৃথক তবুতো ঠায়
আমাদের ধ্বংসে বসত।


খেলাচ্ছলে তোরে যে-
আমায় ভেবে দুস্তর বাবুরা
ব্যঙ্গভরে দরদাম-
প্রহসন নাগর কুটুম্বেরা।