মনে আমার ঝিম ধরালে
           ঠিক যখনি স্থির করেছি
দেখব জোয়ার অথৈ সাগর
           উঠব ঝেড়ে অশ্রু প্রবল
বৈকালের ঐ দখিণ পারের
            ঠিক যেখানে সে তলাতল।
হয়নি দেখা সাতটি চূণী
             পান্না মোতির স্বর্ণ যুগল।
ঝিম ধরালে ভাবনা জুড়ে
              তখন বিষয় ঘোর অনাচার
সুখ এলো না অশ্রু এলো
               বিবাগ প্রাণে দুঃখ দেদার।


চলে গেছি সাহারার বুকে
           স্থিরচিহ্ন রেখে
              তোমরা এগিয়ো
পারবো না আর ভোর এনে দিতে
তাতে কুয়াশা চাদর হিম হয়ে আছে
            বরফ গলার কালে বরং-
  কয়েক'টা পাথরকুঁচি রেখে যাবো
       তোমার জন্য
যদি তাতে ফুল ধরে জেনো, ভালোবাসা ছিলো
আমার অস্থায়ী চিহ্নের দু'ধারে জ্বেলে রেখ-
  তোমাদের অগুন্তি নীরবতা-
আমার আত্মা ঠিক্ বুঝে নেবে তোমায়-
তোমাদের স্নেহের জগৎ তোলপাড় হলে-
                বুক রেখ প্রিয়ে'র নিবিড়ে
আমি ওম নেব আত্মায় মিশে
একান্ত গোপনে।


ঝিম ধরালে কথায়,প্রাণে
           পথের ধারে মনের কোনে
ভুবন বেলায় রোদন তখন
            ভাঙছে আমায়,ছুড়ছে হেনে
খুলতে বারণ, কথার মারণ
            ঠিক্ জানিনা কি ভুল ছিলো
মুখের ঠোঁটের জমাট কথার'
             নির্বাসনে'র খবর এল।
মুখ ফুলে যায় কথার ব্যথায়
             ঝিমের কবল মজ্জা ঘিলু
শুনছে না কান্, ভাবছে না মন্
             নিথর প্রহর চিন্তাগুলো।
ঘুরপাঁকে যায় কান্না হাসি'র
              সুখের মতো'ন দুঃখ এল।
দুঃখ এল দুঃখ এল,সুখ এল না-
              দুঃখের মতো কান্না এল।