ধূপ-দীপ জ্বালিয়ে রেখেছি
নরক'টা ঢেকে নেব
" এসেন্স আঘ্রাণ "
ফুলদানী জমকালো
গর্তেরা বিকিকিনি
কিনে নেব ,
ত্রিপল বরং , সান্ধ্য পার্টি' আমেজ বাঁচাতে
ঝাঁঝালো নাটক,গান--


ওধারের ঝোঁপঝাড় ,কাজ নেয় খামোখা'
তেমনি থাকুক,  সিন্ "ন্যাচারল"
বাতাসীরা' "ক্যরেক্টর"
জুবেদা'র আত্মঘাতী " নাট্যকার " বাপ
বুর্জোয়া চিনেদা'রা মস্ত ," উদ্বোধক "


সাঁঝের আঁধার মোক্ষম দেখাবে
মূর্ত যেন নরক শহর
সময়'টা ঢেকে দেবো যাবৎ আপ্যায়ন
মদিরার মেয়েদের নাচ,


মঞ্চের হুল্লোর ঢাকা যাবে প্রতিকার
এস তুমি হৃদয়ে আমার
আবরণ গলাগলি পরাণ রেখেছি খালি
তুমি এস হয়ে উদ্ধারক ।