শুনুন শুনুন গুনি'জনা দিয়া প্রাণ মন
অঙ্কে আমি পক্ক দারুণ' করি বিবরণ।


জন্মকালে বাপের কানে সটান কু-মন্ত্রণ
চি চিং শুরু বাগরা গুরু দারুণ জ্বালাতন।


অঙ্ক দেখে ফর্মূলা'তে জবর শিক্ষানীতি
ঘুচিয়ে দিলাম বাপের দেদার দেশপ্রীতি।


ছেলে আমার সমাজ আমার আমি বরেণ্য
আগাম বলে ফর্মূলা'তে সুযোগ অনন্য ...।


ডিগ্রী খুলে খেতাব মুলে ঘর করেছি খাঁসা
আড়াল ডেকে সব সয়েছি ভেঙে বাপের বাসা।


খুব কাঁচা নই বলেন জ্ঞাতি,সমাজ, সুজন
বাপের গোটা ধনের বপন জানেন সর্বজন।


খাঁড়ন সাবেক গুনীজনা সবুর কিছুক্ষণ
ডাক্তার হবে পুত্র আমার করিনু বর্ণন ।


দেশে যত ব্যাধি,রোগের ,সকল নিষ্ক্রমণ
ছেলে আমার বাপ'কা বেটা ওহে গুনীজন।


ভাগের ঘরের গঙ্গা হেথায় বহে নিরন্তর
দু'জনাতে অঙ্ক কষে নিয়েছি এ মন্তর।


খুব কি কাঁচা বলেন দেখি ওহে গুনীজনা'
ফর্মুলা'তে ঠিক কি ছিল এহে'ন সংবর্ধনা