চমকে উঠব কেন, তাম্বুরা নিরুদ্দিষ্ট বলে ?
যখন প্রথম সূত্র চলছে
ঘূর্নিপাকের মস্তিষ্কে
তুমিও নিরুদ্দেশ,চিনলাম জুতোজোড়া দেখে
প্রেয়সীর শখ্ বাঁচানোর অজুহাত-
আমার অর্বাচীন পথ জুড়ে
এলোমেলো শেকড়ের কারুকাজ
ক্রমবর্ধিত হচ্ছে চেতনায়,
তোমায় বলব বলে, এগোলাম যখন
বিবর্তিত তুমি , অঙ্গে জাহ্নবীর সাজ্ ।


কথাটা শেষ হল না, আসলে সময় না হলে -


বিবর্তন ছুঁয়ে চোখ চেপে ধরলে-
দিব্য আলোয় তখন প্রদক্ষিণ
শহর সাজছে বরণ ডালায়.......
তাম্বুরা না থাক্ , চমক ভাঙলে বলি - ?