মাঝরাতে হুলস্থূল হঠাৎ খবর....
ছুটছে বরের ভাই তাগিয়ে কাপড়।
ধরো ধরো পাছে সব পড়শি স্বজন
নাভিশ্বাস নিতবর হ'ল কি কারণ ।


পাড়াময় জটলায় মিছিল মিটিং....
দাদা কাকা মামা মামী অবুঝ সিটিং।
কাঁদা,জল তলাতল্ তোলপাড় শেষ
তখনো ছুটছে বর হেন কি আবেশ।


ফিরে আয় সোনা মোর দু চোখ প্লাবন
পড়শি'রা কেঁদে খুন সোনার যে ধন্
বাবা বাছা কেন মিছা হেন অপলাপ
সাতটি সাগর সেঁচা, হে বীর প্রতাপ।


পুলিশের গাড়ি এল সঙ্গে টেথোসস্কোপ
চোখ,মুখ,নাড়ী ,লালা সূত্রে কি রুপ
ঘুমায় না জাগে রাত কাঁদে না হাসে
গ্যস না কি অম্বল কিম্ভুত ত্রাসে ?


ধরা গেল অবশেষে রোগটা জটিল
ভিরমীর সংজ্ঞায় মগজ কাহিল ।
কিডনীর কমে দম্ ধুকপুক নাড়ী
মর্কট রোগ শেষে হল বাড়াবাড়ি।