ভালো থেকো বন্ধুরা যে যেমন থাকো
সুখের প্রলেপ মাখা সখ্যতা রেখো।
মাঠ,ঘাট, ধূলো,বালি, আমার শহর
ভালো থেকো সকলেই সখ্য প্রবর।
রেখো সুখে কথাদের যেমন যখন
আহারে বাহারে থেকো ভস্মলোচন।
রেখো ভালো সুখে খুব মহৎ হৃদয়
চেয়ে রব আহ্লাদে আহ্ চির বিস্ময়।


প্রমাদের গুনগুলো থাক্ না আমার
জল থাক্ অশ্রুর মহান পারাবার ।
হেতু থাক্ কারণের চির অবসাদে
আমি থাক্ তল্লাটের মন্দ অপবাদে।
কাটাকুটি করা থাক জটলা প্রবল
নিন্দার ভাগীদার  থাক্  হীনবল।


ভালো থেকো অখ্যাতির তিক্ত অধ্যায়
রিক্ত আঁধার থাক্ কেবল সঞ্চয় ।
হোক্ জড়ো দুরাশারা প্রবল নিশান
হেসে বোলো ভালো খুব আহ্ সুমহান।
ভালো থেকো দৃষ্টিরা খুব সন্তর্পণ
ছোঁয়াচ কারণ যেন না হয় অকারণ।
দেখো না অযথা কিছু মিষ্টভাষণ
ভান্ করে সরে যেও শিষ্ট যেমন।


ভালো থেকো কাছে দূরে স্বজন মহান
রেখো সুখে সতত ,যে যার আপন।
দু'হাত বাড়ানো রবে অথৈ আলোক
অশ্রূজলে লেখা রবে তোমার ভালো হোক।