ভালো হবেনা কিন্তু
কত আর অপেক্ষা ?


টাটকা গোলাপ ঠাঁ ঠাঁ রোদে ঝলসালো
কিনবে কে বলো ?
সবই তো চুক্তি ছিল,তুমি-আমি মধুমাস-
কিছুটা প্লাবন, স্বপ্নের ঢেউগুলি আজও তো ভাসায়
কতটা আঁচল গেল ম্রিয়মান হয়ে
ফুলতোলা কাঁথাকাঁচ ভুল বলে লোকে
সেই মোড় কলতান আজ বড় বেমানান জানো?
সবায় ইশারা
পথটা সন্ধি হলে তুমি হতে আশার ঝলক
খননের পাশে পড়ে আজ প্রিয় নকশারা
তুমি' বলো কতটা স্বাধীন ?
ছোঁবে বলে হাতটা ধরার ছিল খুব
ছায় মাখা হলে মানাতো তোমার?
জানি খুব কাছে এলে পোহাতো হৃদয়
ঠাঁ ঠাঁ দিনগুলো ঘেড়াটোপ জহ্লাদ
বলব না যাও.........।।


এ্য- ই রাগ হল বুঝি ?
না না সোনা , দাঁড়াবো গো ঠিক রেখো ঝলসা সময়
আমার গোলাপ প্রিয় খুব সাজিয়েছি প্রাণপন
হব খুব জমকালো জানো ।