বৃষ্টির প্রকোপ'টা কমলে সে
                কটমট করে চেয়ে রইল...........
          
মাত্র সময়ের ব্যবচ্ছেদ,ঝড়ে গেছে
          অসংখ্য যুক্তির পরিণাম............
দীর্ঘ বিলাপ ভ্রষ্ট মতিভ্রমে কেবল
    খুঁজে খুঁজে ফেরা প্রাগ্ যুগের সেতু
নোনা মেঝেয় দৈন্যে ঢেকেছে
স্খালনের বীর্য, শত কোয়ান্টেমের ব্যার্থতা ঢাকতে পারেনি লজ্জা,
চোখ ঢেকে অযথা যৌন কেচ্ছা..........
ব্যর্থরা পৌঁছেছে শেষ পথ ধরে
সন্তর্পণ থেকো ওগো নগ্ন পুরুষ
আমাদের প্রাণবায়ু আনাচ-কানাচ
অন্যায় হলে জেগে থাকা রাত্রিরা-
দোষ দিও আমাদের ,


অন্মেষণ আর উপবাসে-
চেপে আছে তীব্রতা
আমি ঠা ঠা তৃষ্ণায় ।


তখনো সে কটমট করে সমানে চেয়ে....................।