সুন্দর সময়ে সংলাপ এলো
যখন বসন্ত সীমান্তে ছুঁই ছুঁই  
আমাদের প্রবাহে রং এল
ঋতুমতী পলাশের মতো
উদ্বেল মনে ঘন নিবিড়তায়
রাঙা হল খানিকটা অধ্যায়
জীবন এল, এল কলতান,
নিরবতায় প্রাণ ,
মাদল ছড়িয়ে শারীর রন্ধ্রে আশ্চর্য লয়
অথচ অক্ষত নীরবতায়
সমাহিত প্রাকৃতিক আপ্যায়ন ।
রুপসার লোনা জলে প্রতিবিম্বের প্রতিচ্ছবি
মথিত হচ্ছে আমাদের গ্রন্থি
দহনে.দহনে দাবানল
বাসন্তী স্থিতিকে ছেয়ে দিল বেমানান্
যখন গল্প এল, বৃন্ত ছেয়ে উদ্গম
ঠিক তখনি ফেরার হল আয়োজন
বাতাস স্খলনের অভিযোগ
অভিযোজনে হল ক্ষান্ত
পলাশের গায়ে স্থিত ঋতুমতী-
প্রেম লজ্জারাঙা, বসন্তে রুদ্ধ দ্বার-
সারি সারি অভিযান ,
সংলাপহীন ব্যর্থ যাযাবর।