বাগদানগুলো থেমে গেলে
না পাঠানো কথা
উদাসীন পথ জুড়ে অব্যক্ত সমাধি'-
ভগ্নাবশেষ টুকে যন্ত্রণার দেহাংশ ,
ভালো লাগে সংক্রমণ রোগ
তুমি তো পরযায়ী--
উল্কী'র রুপটান্ আমার বসতী জুড়ে-
জোয়ারের পা' ছোঁওয়া জলে,
বিম্বের কথা তোলপাড়-
বলেছো ," হয়নি সময় "


সাগরের মটি ছুঁয়ে তন্বী প্রগলভ্
বোঝাতে চেয়েছো তবু," হয়নি সময়"
লেখা কথা মোহানায় সীমাহীন
আঁকড়ে ধরেছে স্রোত
বুকের পাঁজরে দগ্ধ চলাচল,
না থামার অায়োজন, ঢেউয়ের দাপট্,
কলস্বর মানবে না বলে-
চিরকূট স্রোতে ভাষাদের সংস্থাপন হবে
উদাসীন পথে আমাদের প্রতিস্থাপণ,
ঢেউগুলো লেগে থাক্ ফুল্কি আবেগ
মানহারা হবো, "আজ তবে চিরকূট থাক্
                        দৃষ্টি গোপন সংলাপে............
ভেজাবো পা' সেই দিন
প্রাণ গলে বেদুইন হবে।