ঋণ থেকে পর্ণমোচি কোথায় সম্পূরক?
খসে গেছে অপেক্ষা'রা বিবসনায়
তোমার মোহনায় তিতাসের ঘটা
সাজিয়ে রেখেছো-
কাছে ডাকার ছলে ? ভয় কি ?
আমার দুন্দুভির সভা বালিয়াড়ি ধূ ধূ
মাঝে মধ্যে ঢেউ, কোথায় দাঁড়িয়ে ?
দিন থেকে মাস,বছর, পেরিয়ে-
মস্করায় রত-
কে থামিয়েছে সুহৃদ প্রেমির বেশ ?
আমার ঝড়া পাতায় খসা'র বেদন
কাছে ডাকেনি কোনো আর্তি
তোমার হাত মোহানার আঁতরে -
অন্য কারুর হাতে-
আমাকে পেরোতে হয়েছে সংঘাতের কাঁটাতার
তোমার অপেক্ষার প্রলুব্ধে --
তুমি গড়েছিলে গুল্মের সেতু
সেনানীর আস্ফালনে কার্যকর হল'না-
ছিল রঙ ধনু আর অপার্থিব প্রত্যাশা
কোথায় তুমি? ফুটন্ত পাপড়ির আড়ালে যখন দেয়া'র ঘনঘটা-
ক্রমে নিল্ থেকে ঘনঘোর-
আমি থেকে গেছি মাত্র প্রস্তাবে-
                
পরিয়ে দিলে স্বর্ণগুচ্ছ তার হাতে-  
বললে, উৎসব আছে,
অজস্র হাসির মুগ্ধতায়
কোথাও ফুটেছে ফুল , বুঝেছি সুগন্ধে ।