পাঁজর জড়িয়ে থাকা সংস্রবগুলো
আদুর আহ্লাদ উচ্ছ্বাসে
ছেয়ে আছে মনন,হৃদয়ে
মখমলি আঁচলে সাধের পেষণসহ-
দু'হাতের পাঞ্জায় তামাম ঘরানা-
হাঁটা চলা অবিকল, তোমার বক্ষ ছাঁয়ায়।
বিশ্বাসী রাত ঠেলে সরে গেলে
নিশীথ শরীরে, ঝড়ি আমি বেদনায়
অক্ষম অনুভূতি-
পাঁজরে বিশৃঙ্খল দামামা-
বাহু ডোর বিদ্রোহ স্থবিরতা হতে
কার ভাগীদার ?
থেমে গেছে উৎসব প্রাণ বিনিময়
সৃষ্টি-স্থিতি কাল ,
তবু ছুঁয়ে আছে হাত্ পরম বিশ্বাসে
দাও কথা পার হবো নিশীথ সংসার
স্থবির সময়ে ফের চলাচল-
উৎসব মনে।