হানাদার তুমি স্বাধীন হয়েছো
                 সত্যের টুঁটি চেপে.................
                       কতখানি সন্ত্রাস ?
নিশ্চুপ আজ সাধারণ জনসমাজ.................
চরম জ্বালায় দিনগুলো হায় ন-পুংসকের দায়ে
                  পেটের,পিঠের,গ্লানির দুয়ারে-
                              সংঘাত হেনে যায় ।
কতখানি ক্ষুধা.জ্বালা কতখানি,
কতটা অনিশ্চয় ?
কতটা বিপদ খুবলে নিয়েছে-
চোখ,মুখ অনাদায় ?
দেহটা পণ্য, পথ্য কামাই-
বেশ্যালয়ের ঘরে-
খোলাই রয়েছে অযথা দ্বন্দ ফিরে ?
স্বাধীনতা যার মুক্ত প্রভাব কিসের কেয়ার, কার ?


হানাদারীদের অবাধ বিচার জনতার ধিক্কার
বেলা গেল চুপে ঠেলা,গুঁতোগুঁতি-
নামানোর অনাচার-
গড়েছি সমাজ আদর্শ যা'র মিথ্যের দরবার ।


সহায় নামক রক্ত ঝড়া'য় ধূর্ত,কূটিল জন্
স্নেহে গলে হায় নামটি খোয়ায়-
সুজনের প্রজাগন।


স্বাধীকার মরে হানাদার হ'লে সে তো টেররিস্ট নয়
সাধারণ যবে মুখরিত হয়.................
পাঁকা সন্ত্রাসী ভয় -
তিল্ থেকে চুন খসলে প্রভাব-
রক্তচক্ষু ভীড়ে, জেল্ জরিমানা , অপবাদ যতো-
ক্ষুব্ধ জীবন ঘিরে।