আমার মাথায় দুর্নিবারের ঝড়
                    তোমার প্রবল স্বার্থপরের ঘর।
ঠিকরে পরে আগুন দারুন
                     তখন তুমি স্থিত কলস্বর ।
বৈঠকে আজ আড়াল ফাগুন
                      তোমার বসার ঘরে
যখন আমার দ্বন্দে প্রখর
                      নিঃস্ব প্রলাপ ঝড়ে।


ঝড়তে থাকা জীবন মরুর
                       ধূ ধূ বালির চরে
একলা আমি দহন বেলার
                       ঝাপটা ঘিরে ধরে।
ঢেউ আছাড়ে তোলপাড় সব
                       ভাঙা ঘরের ঝাঁপে
প্রতিধ্বনীর নিঃস্ব প্রলাপ
                        ব্যাঙ্গে আর বিদ্রুপে।


দেখছে যারা মুখের পিঠের
                        কালশিটে অক্ষত
চোখের ছানি, ঋদ্ধ বুকের
                          দৈন্য অবনত ,
গলার প্লাবন চাপছে কারণ
                          মুখ টিপে সে হাসে
ফুটছে আলোয় মুখগুলি সব
                          আমার বিপন্ন সন্ত্রাসে।


তোমায় বুঝে জীবন গেল
                       মরিচীকার ধূ ধূ
প্রেমিক সবায় নাগর সাজে
                       ঠেলল পিছে শুধু।
খুঁজছি তাকে প্রবল আবেগ
                       বলার ছিল কিছু
প্রতিধ্বনীর অট্টহাসে
                       ভুলের মাশুল শুধু।