ভরন্ত রোদ গিলছে আগুন ধূ ধূ
প্রেক্ষাপটে কাঠ পাথরের বধূ ।
ঢোক্ গিলেছে অসন্মনের দায়
ঢল্ নেমে দ্যাখ্ কেমন প্লাবন হয় ?


শাড়ীর ভাঁজে ভ্রষ্টনীতির ভয়
অঙ্গ রে তার ঝলসা পোড়া ছাঁয়।
ব্যাঙ্গে যখন জুড়ছে তিরষ্কার
কার হাতে বল্ প্রেমের পুরষ্কার?


জটলা ত্রাসে যাচ্ছে ভেসে
জীবন সরঞ্জাম
শ্যাওলা ঘোঁটে নাকাল শেষে
সাধের মধুযাম।


মুখ ছেয়ে যায় বুকের প্রগাঢ়
ভাঁটার অসচ্ছল
জোয়ার ছুঁয়ে প্লাবন ঢাকে
সে ছায় অবিচল।


একটু সাথে শ্পর্শ ছিল
প্লাবন হৃদয় ময়
হৃদয় ঢেকে কুঁলুপ দিলি
অথৈ সাগর ভয় ।


ঝাপসা ঘরের বিলুপ্তি স্বর
নক্সীপ্রহর জুড়ে
হানছে দাগা কেবল সময়
নির্বিচারের ঘাড়ে ।


মেঘ,তারাদের প্রেম কুড়িয়ে
কয়েক প্রহর বুনে
বেশ হত সে আলোক জ্বালা
তিমির সঙ্গোপনে।


তখন বধূর হৃদয়ে নিসপিস্
তোর দু'হাতে দুর্নিবারের শিষ্
ভাঙছে যখন সংঘাতে আশ্রয়
প্রশ্রয়ে ছায় তুই কি অবক্ষয় ?


দখিনা বাতাস ঢালে অাক্রোশ
বারো, তেরো, দু'দশক
গরাদে তোর নিষ্পৃহ মন
তারো বেশী ক্রীড়নক ।